মসনদে আয়েস করে বসে
বাদশাহ আবুল ভাবেন
চোখ খোলা রেখে ঊনি
কেমন করে ঘুমাবেন ?


যেমন ভাবনা তেমন কাজ
পেতে হবে সমাধান,
মন্ত্রনা সভা ডাকতেই
এলেন সব জ্ঞানবান ।


মন্ত্রী আর জ্ঞানীদের কাছে
বাদশার একটাই আব্দার,
বের করো যন্ত্র বা ঔষধ
চোখ খুলে ঘুমুবার ।


ভাবতে থাকেন জ্ঞানীগুনি
উজির নাজির ডাক্তার ওঝা,
খোলা চোখে কেমনে ঘুমায়
ভাবতে থাকে সকল প্রজা ।


দিন পেরিয়ে মাস পেরিয়ে
বছর গেল ঘুরে,
পারলো না কেউ ঘুমিয়ে থাকতে
চোখ না বন্ধ করে ।


বাদশা আবুল রেগে আগুন
দেবেন তিনি  সাজা,
ফাসির দড়ি ঝুলবে গলায়
দেখবে কেমন মজা ।


ঘুমিয়ে থাকা প্রজারা তার
উঠলো হঠাৎ জেগে,
আবুল বাদশার ভাঙ্গলো প্রাসাদ ;
জ্বাললো আগুন রেগে ।


বললো সবাই চোখ খুলে
ঘুমাতে যদি চাও,
লক্ষ মুঠির তীব্র আঘাতে
অক্কা তবে পাও ।