কে আছো মহান খুঁজিবে না প্রতিদান ,
সাম্যের তরে যে করে দেবে প্রাণ দান ;
কে আছো কাণ্ডারী সত্য পথের দিশারী ,
মানব কল্যাণে কে হবে গো গিরিধারী ?

মানব সমাজে থাকে কত ভেদাভেদ,
তিক্ততা বাড়ায় জাতিভেদ শ্রেণী ভেদ ;
আঁধার নেমেছে আজ মানব জীবনে,
বৈষম্যের জাল বিছানো এই ভুবনে ।

দুঃখ বেদনায় ম্রিয়মাণ পথচলা,
তবু থামবে না জনতার কথা বলা ;
বঞ্চিত মানুষ চায় ন‍্যায‍্য অধিকার,
কে আছো জোয়ান রুধিবে এ হাহাকার?
সাম‍্য মৈত্রী শান্তি কে আনিবে এ ধরায়,
যার ছোঁয়া পেয়ে নামবে বারি এ খরায়।