মধ্যবিত্ত পরিচয়
কেউ কখনও স্বীকার করেনা,
পরগাছা তাবেদার
নিজেরা তা বুঝতে পারেনা ।
স্বাধীনতার মানে ওরা
সঠিকভাবে  কেউ জানেনা,
আইন কানুন ঠিকঠাক
কেউ মানে কেউ মানেনা ।
গরীব দুঃখীর কথা
কেউ শোনে কেউ শোনেনা ,
মধ্যবিত্তের কথা
এ জগতে কেউ বোঝেনা ।
দুঃখের কথা ওরা
সবার কাছে বলতে পারেনা ,
স্বাধীনতার স্বাধ
ওরা কভুও ভোগ করেনা ।
কষ্টে তাদের
বুক ফাটে তবু মুখ ফোটেনা ,
আকাশ কুসুম ভাবে শুধু
দিনশেষে খাবার জোটেনা ।