অনেক প্রীতি অনেক ভালবাসা
রইল শুভকামনা,
কবিদের মিলনমেলা সফল হবে
আমার মনের বাসনা ।

মিলনমেলায় আসবে যারা
আনন্দে হাসবে তারা,
খুশীমনে করবে আবৃত্তি
তাদের কবিতা ছড়া ।

কবিদের সফলতা কবিদের কষ্ট
কথাছলে হবে বিনিময়,
প্রেরণার ভিত গড়বে এ মেলা
করবে সবার হৃদয়  জয় ।