মানব যখন দিশেহারা নানা অনাচারে,
ভুলে সকল ন‍্যায় নীতি লিপ্ত ব্যভিচারে ;
সমাজ দেহ কলুষিত জুলুম অত্যাচারে,
ভাইয়ের রক্ত ভাই ঝরাচ্ছে ভরা মিথ‍্যাচারে।


অমানিশার অন্ধকারে আরব যখন ধুঁকছে,
মূর্তি পূজায় লিপ্ত থেকে মানবতা ভুলছে ;
আকাশ বাতাস শোকাচ্ছন্ন শিশুকন‍্যার আর্তনাদে,
ঠিক তখনই হসলো ধরা খুশীর একটি সু সংবাদে!


আরবের এক জীর্ণ কুটির ভরলো আলোকমালায়,
শেষ জমানার শ্রেষ্ঠ নবী মুহম্মদ এলেন এ ধরায় ;
ফুটলো ফুল আসলো অলি গাইলো পাখি গান,
নবী এসে গেয়ে ওঠেন এক আল্লারই জয়গান।


মানবতা ফিরে এলো পেয়ে ইসলাম আল্লার বিধান,
সর্বগুনে গুণান্বিত নবী বলে আল্লাহ তুমিই মহান!



গতকাল ছিল ১২ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সা:) জন্ম দিন যাকে আমরা বলি ঈদ এ মিলাদুন্নবী, দিবসটি উপলক্ষ্যে আমার ক্ষুদ্র কাব‍্যপ্রয়াস।