নিজেকে নিজের মাঝে খুঁজে বেড়াই ,
মনের দুয়ার খুলে দেখি সে তো নাই ;
হৃদয় এখন আমার শুধু শূন্যতায় ভরা ,
নিজেকে হারিয়ে আমি যে দিশেহারা ।

হারিয়ে ফেলেছি নিজেকে অন্য মনে ,
দিয়েছি মন জানিনা কেমনে গোপনে ;
ভালবাসার লাগি ঘুরেছি দ্বারে দ্বারে ,
হৃদয়ে প্রেমের পরশ ভুলি কি করে ?

প্রেম চাই মানব প্রেম অন্য কিছু নয় ,
সবার মনে ঠাই নিয়ে করবো তা জয়
মানুষকে ভালবেসে কাছে টানতে চাই ;
নিজেকে নিজের মাঝে খুঁজে যেন পাই ।