নেতার হাতে আছে শক্ত ছাতা
ছাতার তলায় থাকে ফাঁদ পাতা ,
কোথাও  কোন ঠাঁই না পেলে
ঠাঁই হবে তোর ছাতার তলে ।

নেতার পক্ষে  শ্লোগান দিবি
তোশামোদ করে বাহবা নিবি ,
নেতার হয়ে করবি চাদাবাজী
নেতর জন্য মরতে হবি রাজী ।

নেতারা এখন করে পুকুর চুরি
তোরাও পাবি কিছু কানা কড়ি, ,
দেশ সেবা আজ নেতার কর্ম নয়
দোষ কি তাদের মানুষ যদি সয় !