আঁধার ঘরের মানিকরে তুই
কোথায় গেলি খোকা,
পথের পানে চেয়ে মা তোর
খাচ্ছে কেবল ধোকা।
ছোট বোনটি আশায় আছে
আনবি কত খেলনা,
যা ই আনিস মিষ্টি লজেন্স
হবেনা তা ফেলনা।
টগবগে তোর যৌবন রে আজ
ছুটবি ঝড়ের বেগে,
আসুক যত ঝড় বা তুফান
লড়ে যাবি তুই সবেগে।
ওরে মানিক পথ ভুলে তুই
কোথায় আছিস পড়ে,
ক্ষয় করলি যৌবনটা তোর
মাদক সেবন করে।
কিসের এত দুঃখ রে তোর
কিসের এত জ্বালা,
নেশার ঘোরে থাকিস না আর
দিয়ে মনে তালা।
যৌবন যদি যায় ফুরিয়ে
মরণ নেশায় ডুবে,
দেশ ও জাতির সকল অর্জন
যাবে একদিন উবে।