নেমেছি পথে আমি এক প্রেমিক ভবঘুরে ,
অজানার পানে আমায় যেতে হবে বহুদূরে ;
জীবনের কত রূপ দেখবো যেতে যেতে,
বেচে থাকার মানে খুঁজবো পথে পথে ।


সত্যিকারের ভালোবাসা খুঁজছি হন্যে হয়ে,
তারই আমেজ লাগে মায়ের ছোঁয়া পেয়ে ;
প্রেমের জন্যে ঘর ছেড়েও পাইনি তারে খুঁজে,
পথের মাঝে খুঁজছি প্রেম ভবঘুরে সেজে ।


ধনী রা সব ভোগ বিলাসে কাটায় জীবনটারে ,
গরীব যারা বাঁচার জন্য নিত্য লড়াই করে ;
প্রেমের সঠিক মানে ওরা পারেনা ঠিক বুঝতে,
পথে পথে ঘুরে আমি চাইছি সেটাই খুঁজতে ।