প্রজাপতির রঙিন ডানায়
ছন্দ খুঁজে পাই,
ফুলে ফুলে লুটবে মধু
ভাবনা তাহার নাই ;
ফুলের সনে প্রেম করে সে
গাইছে প্রেমের গান,
তাই না দেখে ফুল কলিদের
নাচে কোমল প্রাণ।
পরাগ রেণু ছড়ায় তারা
ভালবাসার ছলে,
সর্ষে ফুলের রূপের মোহে
আসছে দলে দলে ;
নিল আকাশে সূর্য হাসে
মিষ্টি রোদের খেলা,
ফুলের বনে তাই বসেছে
প্রজাপতির মেলা।
নানা রঙের ডানা মেলে
উড়ছে সারাবেলা,
খোকা খুকু খুশী মনে
দেখছে তাদের খেলা।