বিস্তীর্ণ আকাশ জুড়ে ধূসর কালো মেঘ ,
হয়তো এখনই হবে বজ্রপাত নামবে বৃষ্টি ;
ভিজিয়ে মাটির পৃথিবী মিশে যাবে সমুদ্রে ।
বৃষ্টির জলধারা নদী হয়ে হারায় সমুদ্রে ,
ঝড়ো হাওয়ায় ছুটে চলে বিচলিত মেঘ ;
মেঘে মেঘে সংঘাতে অঝোরে ঝরে বৃষ্টি ।
গ্রীষ্মের দাবদাহ শেষ হবে যদি নামে বৃষ্টি ,
ঝড় বাদলে উত্তাল ঢেউ জাগে বিশাল সমুদ্রে ;
সূর্য তাপে সাগরের জল বাষ্প হয়ে জমে মেঘ ।
মেঘ ধরায় বৃষ্টি নামায় জলকে চলে সমুদ্রে ।