প্রতিক্ষন অনুভবে আমি দেখি
ভেতরে আমার কবি নজরুল,
আমি সাম্যবাদী আমি বিদ্রোহী
হুংকার দিয়ে কাপাই ধরণীতল ।


অন্তরে আমার দাবনল জ্বলে
নিপিড়ীত জনতার ক্রন্দনে,
সুকান্তের কাছে পেলাম ছাড়পত্র
সুর দেবো তার বিদ্রোহের গানে ।


ভালবাসার গান শুনতেই দেখি
হৃদয়ে আমার রবীন্দ্রনাথ,
আমার সোনার বাংলা তোমায়
ভালবেসে মিটবে মনের সাধ ।