জন্ম নিয়ে যত করো আঘাত আমায়
ভাঙ্গবে না এই মন,  করবে না  ভয়;
জন্ম হোক যথাতথা কর্মে সব পায়
মানুষ আমি এটাই সত্যি পরিচয় ।
প্রতিহিংসার আগুনে কত জনপদ
মুছে গেছে চিরতরে এ পৃথিবী হতে ,
কিছু তার টিকে রয় খোঁজে নব পথ
নব নব আবিষ্কারে টিকে রয় মর্তে


জগতে যা কিছু আছে কাজ কল্যাণের
প্রত্যাশা করি তাহাই সকলের তরে,
যা কিছু আছে জুলুম প্রক্রিয়া ধ্বংসের
সব যাক মুছে ধরা হতে চিরতরে ।
মানব কল‍্যাণে গড়া  মানব সভ্যতা
ধরণীর বুকে সদা অক্ষয় হোক তা ।