জীবনের গৌরবময় সময়ে একখানা নৌযান
ভাসিয়েছিলাম তোমায় নিয়ে,
তারপর তেত্রিশ বছর একই বন্দরে
নোঙর ফেলে বসে আছি দু'জনে।
কখনও মনে হয়েছে অনেক পেয়েছি
অথচ পাওয়া হয়নি অনেক কিছু,
ভাসমান সেই জীবনে ছিল
কত প্রেম ভালবাসা
স্নেহ মায়া প্রত‍্যাশা ;
ছিল দুঃখ কষ্ট আর বিরহের যন্ত্রণা
ছলনার আগুন অভিনয় বঞ্চনা,
তবু সুখ ছিল হাসি আনন্দের ক্ষণ ছিল।
বোধের ভিন্নতা অনুভবের দৈন‍্যতা,
মিথ‍্যাচার ভুল বোঝাবুঝি স্বার্থপরতা ;
সন্দেহের অগ্নিবান বার বার
দুটি হৃদয়কে করেছে ক্ষতবিক্ষত।
অশ্রুজলে ভেসেছে দু'নয়ন
নির্ঘুম কেটেছে বহুরাত,
তবু দূরে সরে যাই নি কেউ
তেত্রিশ বছর ধরে আছি একসাথে
তুমি আমি একই নৌযানে।
এখন শুধু একটি জাহাজডুবির আশঙ্কায়
দু’জনার কাটছে সময়।


*******



** আজ আমার আর আমার সহধর্মিণী নাসরিন আহমেদ এর তেত্রিশতম বিবাহ বার্ষিকী, তাই আজকের কবিতাটি আমার  সহধর্মিণী  কে উৎসর্গ করলাম আর সকলের কাছে দোয়া চাইছি আমাদের সামনের দিন গুলোর জন‍্য।