চপলা চঞ্চলা হরিণ আঁখি তোমার
তুমি কি আমার সেই তুমি ?
যে আমায় দেবে প্রেম এসে কাছাকাছি  
তোমারে ই শুধু চাই আমি ।

সারল্য যে তব অঙ্গ শোভা অলংকার
তাই হোক যা আমি চেয়েছি,
তুমি তো ছিলে আমার প্রেম অহংকার,
শুধু তোমার কথা ভেবেছি।

তোমাকে চেয়েছি একান্ত আপন করে,
তোমাকে চাই শুধু তোমাকে,
জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি
দূরে ঠেলে দিও না আমাকে।