ভাদ্র মাসের ভ্যাপসা গরম
জীবন নাভিশ্বাস ,
মেঘলা আকাশ বৃষ্টি বিহীন
চলছে সারা মাস ।


ভাদ্র মাসে ভর দুপুরে
বইছে গরম হাওয়া,
ক্ষেত খামারে খাটছে চাষী
হয় নি নাওয়া খাওয়া ।


শিউলি ঝরা ভাদ্র মাসে
ফোটে ভাদ্রা ফুল,
কাশবন যে হওয়ায় দোলে
সাদা নদীর কুল।


আলো ছায়ার স্নিগ্ধ সকাল
পাখির কলতান,
ঘাম ঝরানো তপ্ত দুপুর
সাঁঝে মায়ার টান।


জ্যোৎস্না ভরা ভাদ্র রাতে
চাঁদ তারারা হাসে,
জোনাকিরা জ্বেলে আলো
হাওয়ায় যেন ভাসে।