বেশি উন্নতি হয় নেই, করো পা চাটি  নাই তাই,
হাজার ওপেন মার্কেটে নিজের বিবেক বেচে খাই নেই ,
ছোটো থেকেই পরে গেলে নিজেই উঠে দাঁড়াই ,
এখন অন্য জন পড়ে গেলে, কেমন করে সাইড কাটাই?
অতীত হলো ভয়ংকর - ভুলিস না কোনোদিন
এই কথা গুলি যেখানে লেখা - ফুটো চালের টিন !
সবাই সুখ শান্তি চায়, সবাই সুখ শান্তি চাই
অসৎ পথে থাকলে জীবনে সুখ পাবি না ভাই !
টাকা হয়তো আসবে অনেক , কিনবি বড়ো গাড়ি,
সৎ পথে শান্তি অনেক - না হয় হলো ছোট্ট বাড়ি !
আমি জানিনা বুঝিনা, বুঝিনা জানিনা সমাজের পরিস্থিতি
এই সুখ দুঃখের খেলায় কেনো হয়না রে ভাই ইতি?
তুমি বড়লোক - তাই ভুল করলে কোনো সমস্যা নাই !
আমি গরীব - পান থেকে চুন খসলে পরেই আমি চুদির ভাই !
বেকার গুলো পথে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে
ভাই ভাইপো প্রতিদিন নতুন ধান্ধার ফাঁদ পাতে !
উন্নয়নের জোয়ারে রাজ্য টা জলের তলায় ভাসে
আর বড় বড় নেতা বড়ো চেয়ারে দাঁত কেলিয়ে হাসে !
যোগ্যতা থাকলেও ভাই নেই তোর টাকা
কেমন করে ঘোরাবি তুই ভাগ্যের-ই চাকা
ঝান্ডা ধরে রাস্তা ঘাটে যতই করো বাওয়াল
টাকা না দিলে ভাই, পাবি শুধুই দেশী মাল
দিন যায় রাত যায় - সময় যায় কেটে
আমরা সবাই মানুষ, মরবো এই মাটিতে
সমাজের পরিস্থিতি এখন বড়ই কঠিন
যার হাতে ছিল বই খাতা তার হাতে মেশিন 🔫
যারা করতো লেখা পড়া - এখন নেশা প্রতিদিন
এই সব সিন সিনারি চলবে কত দিন???
হারামখোরির টাকায় সংসার চলে যাদের রোজ
তুই মরলি কি বাঁচলি তারা নেয় না কভু খোঁজ
ভোটের সময় তোদের মাথায় ভেঙে খাবে কাঁঠাল
তোরাই তো উস্কানি তে করবি গিয়ে বাওয়াল
নষ্ট জাতি, নষ্ট সমাজ - নেতা গুলো আসতো পাঁঠা
তোরা তো ভীষণ খুশি পেয়ে দুপয়সার ভাতা
ঝুপড়ি ঘরে বাংলাবাসী, ফেস্টুনে দাঁত কেলানো ছবি
ভাই ভাইপো রাজপ্রাসাদে - তুই বলির পাঁঠা হবি
কষ্ট করে খেতে শেখ, আনন্দ পাবি ভীষণ
প্রাচুর্য্য না থাকলেও সুখে কাটাবি জীবন !


যতই লিখি রোজ আর যতই চিৎকার করি
ঘুম তোদের ভাঙবে না -
কারণ, আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি !