আজ এই তপ্ত দুপুরে বসে  বর্ধমান স্টেশনে,
উঠিছে ভাবনা তোমার জন্য এই হৃদয়ের  কোনে ,
আমি কি যোগ্য ছিলাম তোমার প্রেমের,
ভালবাসা দিয়ে হলে তুমি স্পন্দন হৃদয়ের ।


গড্ডলিকা প্রবাহে চলে যেতাম কোনো এক অজানা পথে,
এমন সময় ধরলে হাত, শুরু করলে পথ চলা একসাথে
তুমি আমার নতুন করে জীবন পথে চলার প্রেরনা,
জীবন পথে চলতে গিয়ে হাত টা কখনও ছেড়ো না .
রেখেছি তোমায় হৃদ মাঝারে, তোমায় ভালবাসার নাহিকো কারণ,
তুমি আমার হাসি, তুমি আমার কান্না - তুমিই জীবন মরন;
আমার অন্ধকার জীবনে দিলে তুমি ভোরে আলো,
তুমি আমার উষসী - বেসেছি তোমায় ভালো ।


তুমি আমার প্রত্যুষা দিয়েছি  তোমায় সবটুকু ভালবাসা,
ওগো প্রেয়সী, তুমি যে আমার হৃদস্পন্দন, জীবনের  নতুন আশা ।।