আজি আকাশে মেঘ, মনের মেঘ জমে একাকার,
তোমার নিঃস্তব্দতার কষ্ট জমে - বুকে হাহাকার,
তোমার বিরহ সইতে আজিকে না পারি,
এই অশান্ত মন নিয়ে আজ কী যে করি !


তোমার মনের দুঃখ যত , কেন পারনা বলতে?
পারো না কেন তোমার ব্যাথা - ভাগ করে নিতে?
তুমিই আমার জীবন, তুমিই আমার সব,
আজ তোমায় দেখার জন্য মনটা উতলা খুব ।


মনের মেঘ বৃষ্টি হয়ে পড়ছে নয়ন বেয়ে,
আকাশেও আজ আমার দুঃখ - দেখো একটু চেয়ে,
আকাশও তাই কাঁদছে আজ - ঝড়ছে পৃথিবীর উপরে ।
দাও না গো খবর তোমার - যেমন তেমন করে ।


মেঘের গর্জনে আজ বুক করে দুরু দুরু,
সেই সকাল থেকেই হয়েছে আজ ,আমার মন খারাপের শুরু,
তোমার মন আমার মন - এখন যে একাকার,
তুমি আছো বুকের মাঝে - তুমি যে হয়েছ আমার ।


দাওনা বাবু তোমার খবর , করব দুঃখ ভাগাভাগী,
তোমার জন্যই যে এখন আমি সারারাত জাগি ।


যানি তুমি সাথেই আছো - তবুও কষ্ট এত কেন?
তোমার ব্যাথা অনুভব করি, এটা তো তুমিও জানো ।


মন আকাশের মেঘ কাটবে এক্ষনে তোমার সাড়া  পেলে,
চাই শুধু তোমার খবর - হৃদয় রেখেছি মেলে ।