আমাকে তুমি অবহেলা দিয়ে বরণ করেছো।
আমার কবিতা,গল্প, গান,আমার কথা ও সুর
তোমার কাছে ঠাট্টার বিকট শব্দ করে উঠেছিল।
আমি ভুলিনি সেই অপমান, সেই অভিমান।
কিছু সংকল্প  সেই সংকল্পের রঙে ভবিষ্যৎ রঙিন
সেই রঙিন রঙ তুলি দিয়ে মন'কে কঠিন করেছি
তোমার বিরুদ্ধে একটা দীর্ঘ ঘৃণার পাহাড় তুলেছি
সেই ঘৃণায় আছে তোমার অহংকার, তোমার অভিনয়।
হয়ত আমার ভালোবাসা ভূমিকম্প আটকে রাখত
যাতে ঘৃণিত পাহাড় তৈরি হতে না পারে কিন্তু
আজ ভূকম্পন আটকে রাখি সেই পাহাড় না ভাঙতে।
হোক পাহাড় আরও উঁচু,হোক সবচেয়ে উচ্চতম শৃঙ্গ
কালের নিয়মে একদিন আগুনের স্ফুলিঙ্গ তৈরি হবে
পাহাড়ের অন্তর ফাটবে জ্বালামুখ হবে অজস্র
তারপর হঠাৎ সেই জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসবে
তোমার অহংকার, অভিনয় বা অবহেলার নিকৃষ্ট ফল।
তুমি সেদিন থেকে অল্প অল্প করে মৃতপ্রায় হয়ে যাবে
কেউ ফিরেও দেখবে না কখনও তোমার দিকে।
আর আমি তোমার বিরুদ্ধে রচনা করবো নতুন উপন্যাস
যেখানে তোমার অবহেলা ফেলে যাবে কিছু উপাখ্যান,
নতুন স্বপ্নের দেশে, নতুন বেশে চলে যাবো
যেখানে কাব্যেরা ভীড় করবে কিছু নতুনত্বের সন্ধান।
যেখানে তোমার দেওয়া মূল্যহীন কবিতাগুলো গ্রন্থ হবে
তোমার অবহেলিত বেসুরো গানগুলো পাবে গিটারের সান্নিধ্য
অবমাননা করা গল্পগুলো পাবে নতুন বাস্তব চরিত্র
আর তিরষ্কার করা কথাগুলো পাবে প্রচুর ভালোবাসা।
তখন তুমি শুধু হাতড়ে বেড়াবে আমার সেই কবিতা
পাবে না জেনেও খুঁজবে সারারাত্রি ধরে, বইয়ের ভাঁজে
তারপর ধীরে ধীরে তোমার চোখের দু'কোনা ভিজবে
আর ঐ অপেক্ষারা জাল বুনবে সেই না পাহারার রাতে।