বহুদিন গর্জে ওঠা হয়নি .....
হ্যাঁ, বহুদিন সেরকমভাবে গর্জে ওঠা হয়নি....... ।
শোষনের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে
তাই বহুদিন ধরে চলছে শুধু অরাজকতা আর অসহিষ্ণুতা
বহুদিন ধরে নীরব আছে এই ঠুনকো মানুষ, বোবা সমাজ ....


বর্তমান কি ভুলে গেছে অতীতের সাথে সম্পর্ক  ?
ইতিহাস কি থমকে যাবে এই চুপ থাকা শহরে  ?
মানুষ কি ভুলে গেছে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা  ?


বহুদিন সেরকমভাবে গর্জে ওঠা হয়নি।
বহুদিন রক্তের সাথে পাঞ্জা লড়া হয়নি।
বহুদিন রক্ত ফোঁটা দিয়ে স্বাধীনতা রচনা হয়নি।


শাসক বোধ হয় ভুলে গেছে এটা নেতাজির দেশ
এটা গান্ধীজীর দেশ, ক্ষুদিরামের দেশ ......
শাসকের হয়ত মনে নেই এদেশে অনৈতিকতা চলে না।
চলে না মুখোশের লড়াই, চলে না শাসকের অধিকার...... ।


দুর্নিবার সমাজ ভেঙে সব করে দিক চুরমার
প্রত্যেক অসহায় ভুলে যাক মৃত্যুভয়
দারিদ্র্যতা মুছে দিক তার নীরব ভদ্রতা
এসো সমাজ, এসো জাতি তোমারে করি আহ্বান।
এসো প্রত্যেকে নিজের অধিকার বুঝে নেয়।
দাসত্ব ত্যাগ করে রাজত্ব করতে শেখো।
বুঝিয়ে দাও, এটা শাসকের দেশ নয়, শোষনের দেশ নয়
এটা সত্যের দেশ, ভালোবাসার দেশ, তেরঙার দেশ ......
আমার দেশ, ভারতবর্ষ .......