কল্পনার ঝুলিতে আছে অনেক সৌন্দর্যের ব্যাকুলতা
সহসা স্নিগ্ধ সন্ধ্যার শিথীলতায় মুগ্ধ দুই জিজ্ঞাসু নয়ন
ধবধবে সাদা বকের দল উড়ে যায় দূর নীল আকাশে
মাঠের সবুজ ঘাস ,সারা বছরের শস্য, করবে আপ্যায়ন।
নদীর শান্ত জলে হাঁসের দল যেন ব্যস্ততায় ঘরে ফেরে
পাখির কিচিরমিচির শব্দে সমগ্র আকাশ বাতাস কাঁপে,
গাছের পাতাগুলো হঠাৎ থমকে যাই আলো'কে হারিয়ে
হালকা আঁধার স্বর্ণালী সন্ধ্যার কাছে নিজেকে দিলো সঁপে।
বাতাসের সাথে হালকা কালো রং মিশিয়ে হওয়া সন্ধ্যায়
রাখাল গরুর পাল নিয়ে বাঁশির সুরে নীরব সন্ধ্যা ডাকে
কৃষকের পায়ের ধূলো বলে যেন ক্লান্তি অবসর নিতে চাই
মন মাঝির বেসুরো গান হঠাৎ থামে, এসে নদীর বাঁকে।
শঙ্খের ধ্বনিতে যেন মিশে থাকে ভালো থাকার কামনা
দুরে আজানের সাথে মনের আবেগ যুক্ত হয় প্রার্থনায়
চারিদিকের নীরবতা ঝিঁঝিঁ পোকার ডাকে নড়েচড়ে বসে
দিন শেষে সবাই জড়ো হয় এক অবসন্ন ভালোবাসায়।
ভবঘুরের জীবনে উপলব্ধি আসে প্রকৃতির অদ্ভুত প্রেমে,
সন্ধ্যা নামে তারাদের সাথে কালো আকাশের আঙিনায়,
চাঁদের স্বল্প আলোয় একটু সৌন্দর্যবোধ খুঁজতে গিয়ে দেখি
মেঘের খেলা চলতেই থাকে ঐ উড়ন্ত মেঘেদের সীমানায়।