জেগে থেকো, ঘুমিও না আর.....
এখনও সমাজে চলছে অন্যায়, অবিচার।
আজও শোষিতদের মুখ চেপে রাখা হচ্ছে,
তাই তারা পারছে না করতে চিৎকার।
চারিত্রিক বৈশিষ্ট্য বলে না কখনও
কে এই আসল শোষক,
সেও আমাদের মতো সাধারণ মানুষ
হতে পারে রাম, রহিম কিংবা অশোক।
তাহলে একটু দেখ তো ভেবে,
আমরা কেন তাকে পায় ভয়,
অত্যাচার, নিপিড়ন করবে বলে?
এগুলোকে ছাড়ো, সাহসিকতা পাবেই জয়।
এবার ওঠো, জাগো, যুদ্ধক্ষেত্রে নামো,
যে যুদ্ধ শুধু এবং শুধুমাত্র সত্যের জন্য,
খুলে ফেলো সেই শোষকের মুখোশ
যাদের সমস্ত কাজই হয়ে থাকে জঘন্য।
পেছনে আর ফিরে দেখো না ......
দেখো তোমার সামনে অপেক্ষা করছে 'জয়',
মনে রেখো সবসময় 'সত্যমেব জয়তে'
তাই বন্ধু কখনো,আর করো না ভয়।


আমার এই কবিতা জাগিয়ে দিক তাদেরকে
যারা আজ ঘুমে অর্ধচেতন বা অবচেতন,
প্রকৃত সমাজের শিক্ষা পাক তারায়
যারা করছে তোমায় অত্যাচার, নিপিড়ন।
দেশমাতা আজ হয়েছে স্বাধীন
তাহলে তুমি কেন করছো অত্যাচার সহ্য?
এবার তো তোমার জেগে ওঠার পালা
উপযুক্ত শিক্ষা দাও তাকে,যে আছে উহ্য।
সমস্ত বেড়াজাল ভেঙে বেরিয়ে এসো
আর চিৎকার করে বলো দেশমাতাকে
"মা, আমি তোমারই সন্তান আর
তোমার সম্মান করব রক্ষা, প্রাণবাজি রেখে।"
আর অন্য সমস্ত তোমার ভাই বোনদের বলো
"ঘুমিও না আর সবসময় জেগে থাকো,
সবসময় সঠিকভাবে অন্যায়ের প্রতিবাদ করে
নিজেকে সর্বদাই হাসি খুশি রাখো।"