অপেক্ষার ঝাপসা রঙে আমি সেদিন দেখতে পাই,
সেদিনের তোমার সেই চোখ রাঙানো নির্লিপ্ত মুখ,
ভেবেছিলাম সেই মুখে আঁকবো একটা সুন্দর ভবিষ্যৎ
আর দুজনে অটুট হাতে বেঁধে রাখব একটা চিরন্তন সুখ।
দেখাটা হয়েছিল হঠাৎ, যেন মেঘ ছাড়া সুগন্ধি বৃষ্টির ফুল
ডাইরির পাতায় শিরোনাম দিয়েছিলাম 'ক্ষণস্থায়ী পরিচয়',
ভেবেছিলাম ভালোবাসার মায়ায় আটকে রাখব তোমায়
কিন্তু বেঁধে রাখতে পারিনি তোমায় আমার পরিসীমায়।
মনে পড়ছে সেই এক সাথে ভোরে সূর্যোদয় দেখার সময়
তোমার মুখটা প্রথম দিনের মতো উজ্জ্বল দেখাচ্ছিল খুব,
সেদিন ভুলেও ভাবেনি এভাবে হবে দূরত্বের শেষ পরিণাম
দু'জনের যোগাযোগের পরিচিত মাধ্যমটা হঠাৎই হল চুপ।
আজও সেই পরিচিত কন্ঠ স্বর বড্ড শুনতে ইচ্ছে হয়
রাত জাগা পেঁচার মতো মন ডাক দেই আগামীর ভোর,
অভ্যাস হারিয়েছি,চেনা রিংটন আজ আর বেজে ওঠে না
তবুও আমার একলা মন খুলে রেখেছে তোমার জন্য দোর।