যদি কখনও আমার অক্ষর থেমে যাই
যদি আমি থামিয়ে দিই আমার লেখনী,
তুমি যেন তখন ভুলেও ভেবো না বন্ধু
আমি মেঘলা দিনে সূর্যের মতো 'অভিমানী'।


যদি কখনও উজ্জ্বল দিনের রৌদ্রের মতো
তোমার সঙ্গে না পারি করতে যোগাযোগ,
তুমি যেন রাগ করো না আমার উপর
মাধ্যম হয়ত হয়েছে আমার থেকে বিয়োগ।


দীর্ঘদিন আমি তোমার থেকে নিখোঁজ থাকলে
যদি আমার কবিতাগুলো হঠাৎই থমকে যাই,
দূর থেকেই না হয় তোমরা খবর নিও আমার
ভোরের চাঁদের মতো আমি লুকিয়ে যেতে চাই।


যদি কখনও আমার স্মৃতি তোমরা খুঁজে না পাও
দেখবে আছে রাখা বইয়ের পাতার আড়ালে,
আমিও বন্ধু তোমার সাথে একটু বাঁচতে পারি
গাছের শাখার মতো তোমরা হাতটা বাড়ালে।


হয়ত কোনোদিন হয়ে যাবো দেওয়ালের ছবি
সেদিন তুমি ঘরে বসে পড়বে তোমার গায়ত্রী,
আমার রিংটোনটা সেদিন বন্ধু বেজেই যাবে
কারণ আমি হয়েছি আজ একজন মৃত্যু পথযাত্রী।