আমার আকন্ঠ জুড়ে তোমার যে ভালোবাসা
মিশে যাবে হঠাৎ বৃষ্টি ভেজা কান্নার সাথে,
তোমার স্মৃতির দেওয়াল চিত্রে এঁকে নিও আমায়
মৃত্যুর বর্ণহীন রঙ ঢেলে নিও তোমার নিভৃতে।
নিয়ন আলোর মতো ক্ষীণ হয়ে যাবে আমার অস্তিত্ব
সেই বর্ণমালায় অক্ষরগুলো সাজিয়ে রেখো তুমি
দেখ,আগামীর কোনো এক নির্জন দুপুরে বৃষ্টি হবে
ঐ ঠোঁটের মৃদ্যু কম্পনে দেখবে আমার দুষ্টামি।
মৃত্যুর স্বাদ আমি পেয়ে গেছি এই কঠিন সময়ে
এক বিভৎস যন্ত্রনাময় রাতেকে চিনেছি সেদিন
চলে যাওয়ার হাতছানিকে উপেক্ষা করতে পারেনি
মৃত্যুতেই তাই করলাম শোধ, বিশ্ব মায়ের ঋণ।
বারবার হয়ত মিশতে চাইবো তোমার সুগন্ধি চুলে
হয়ত তোমার একাকি নির্জনতায় জমাব ভীড়,
তুমিও একদিন হয়ত পাবে বাতাসে মৃত্যুর ছোঁয়া
সেদিনই আবার পূর্ণ হবে তোমার আমার নীড়।