ওরা খুব অচেনা হতে মুখে রং মেখে থাকে
সাহায্যের বদলে দেই অকারণে শুধু অজুহাত
ওরা মিথ্যাকে ভালোবেসে সততার পরিচয় দেই
আর তোমার অলক্ষ্যে তোমাকেই দেই অপবাদ।
ওরা ভালোবাসতে জানে তবে সেটা কাচের মতো
স্বচ্ছ হবে কিন্তু কখনও ভেদ করতে পারবে না
তারা শুধু তোমার থেকে জানবে তোমার অতীত
আর তার অতীত তোমার কাছে থাকবে অজানা।
ওরা তোমার প্রয়োজনে বা বিপদে প্রচন্ড স্বার্থপর
যখন তার প্রয়োজন সে হয়ে যাই খুব বন্ধুত্বপূর্ণ
তারা মুখে পৃথিবীর সমস্ত গল্প শুনিয়ে দিলেও
তোমার খুব প্রয়োজনে দেখো তার উপস্থিত শূন্য।
তবুও দিনশেষে তুমি অবশ্যই বলবে প্রিয় বন্ধু
সবকিছু মিথ্যা প্রতিশ্রুতি জেনেও দিও না আড়ি
রং মাখা শহরে তুমিও হয়ত একজন রঙিন মানুষ
তবুও একদিন তুমি বুঝবে আসলে সে মুখোশধারী।