ওরা কান্না লুকিয়ে হাসি বিক্রি করে।
ওরা নিজের চোখের জল দিয়ে ধুয়ে দেই
স্বাধীনতা ছিনিয়ে নেওয়া শোষকদের পদধূলি।
ওরা মুক্ত ভাবে হাসতে জানে না।
বেঁচে থাকার অর্থ ওদের কাছে
একমুঠো ভাত, একটু খোলা আকাশের নীচে আশ্রয়।
ওরা স্বাধীনতা বোঝে না।
ওরা শুধু জানে, ওরা নিমজ্জিত, তলিয়ে যাওয়া পাথর কণা।
আদর, ভালোবাসা মানে ওরা বোঝে একমুঠো ভাত।
ওদের চোখের জল অবিরাম ঝরতে ঝরতে
আজ বোধ হয় শুকিয়ে গিয়েছে চোখের কোণায়।
তাই ওরা কান্না লুকিয়ে হাসি বিক্রি করে।
হয়ত ওদের বাড়ি আছে কিন্তু ছাদ নেই।
হয়ত ওদের বই আছে কিন্তু আলো আছে।
হয়ত ওরাও পড়তে চাই কিন্তু সুযোগ নেই।


আজও সমাজে শিক্ষা এগিয়ে যাচ্ছে শিক্ষা'র মতো।
কিন্তু অশিক্ষা'র অন্ধকারে ওরা হারিয়ে যাচ্ছে।
বহুবছর ধরে ওদের কথা ভাবা হয়নি।
ওরাও মানুষ তাই হয়ত মানবতার অভাব ওদের নেই।
কিন্তু ওদের অভাব আছে একটু উপযুক্ত শিক্ষা'র।
যে শিক্ষা ওদের মাথা তুলে দাঁড়াতে শেখাবে।
যে শিক্ষা ওদের আলোর অভাব মেটাবে।
যে শিক্ষা দিয়ে ওরা আগামী প্রজন্মের সুন্দর জীবন দেবে।
সেই শিক্ষা'র অভাব আছে ওদের।
আর অভাব আছে একটা বাড়িয়ে দেওয়া হাত।
যে হাত সঠিক পথ ধরে এগিয়ে যেতে সাহায্য করবে।


প্রত্যেক শিশুই পাক তাদের ন্যায্য অধিকার।
তারা কান্না লুকিয়ে হাসি দান করুক।
তারা হাসি দিয়ে আপ্লুত করুক সমগ্র বিশ্ববাসী'কে।