উৎসর্গ - স্যার সুভাষ চন্দ্র কুন্ডু


বসিরহাটের নকশালবাদী শিক্ষক স্যার সুভাষ চন্দ্র কুন্ডু জন্মগ্রহণ করেন ১২ ই ফেব্রুয়ারি, ১৯৪৭ সালে। এই উন্মুক্ত মনের মানুষটির জন্য সেদিনও অজস্র ছাত্রছাত্রী সাহস পেয়েছিল উজ্জ্বল ভবিষ্যতে পাড়ি জমাতে। প্রবল শিক্ষানুরাগী এই মানুষটি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য প্রতিষ্ঠিত করেছেন 'ইনস্টিটিউট অফ ফিজিক্স'। বিনা বেতনে পড়ানো ঈশ্বরতুল্য মানুষটি ৭ ই মে, ২০২১ সালে পরলোকগমন করেন।


     ঈশ্বরের কাছে জানতে চাই
                              শুভজিৎ বিশ্বাস
আসমুদ্র হিমাচল শুধু ভালোবাসা ভরা
ছাত্রছাত্রীরা ছিল তার জীবনের পুরোটাই,
নিঃস্বার্থ পৃথিবীতে তাকেও স্থান ছাড়তে হল
জানি না, ঈশ্বরের এ কোন বিচারের রায়।
সৃষ্টিকর্তার হাতে তৈরি তিনি আরেক সৃষ্টিকর্তা
যিনি তৈরি করেছেন অজস্র সন্তানের ভবিষ্যৎ
একাকী হলেও একাকিত্বকে হারানো মানুষটাকে
তুলে নেওয়ায়,জানি না ঈশ্বরের আছে কি মতলব।
ফিজিক্সকে সহজ করেছেন যিনি সন্তানদের কাছে
সাহস জুগিয়েছেন সফলতার অমৃতবানী দিয়ে
জানি না  ঈশ্বর কি সুখ লাভ করলেন
তাকে তার সন্তানদের থেকে কেড়ে নিয়ে।
শুধু পড়াশোনা যার কাছে মূল ও প্রধান ব্রতী
শিখিয়েছেন যিনি 'পড়াশোনা একটা অধ্যাবসা'
সারাটা জীবন তাকে ভালো রাখবেন ঈশ্বর
আর সঙ্গে থাকবে তার সন্তানদের ভালোবাসা।
সত্যের পূজারী, জীবন সংগ্রামের অপর নাম
বসিরহাটের বুকে নিজ চেষ্টায় এনেছেন বিজ্ঞান
অজস্র তারাদের দেশে খুব ভালো থাকবেন স্যার
আমরা সন্তানেরা আপনাকে জানাই শতকোটি প্রনাম।


জানি না, এখানে কবিতাটি দেওয়া ঠিক হল কিনা। কিন্তু এই ঈশ্বরতুল্য মানুষটির কথা খুব মনে পড়ছে, সেজন্য 'আমার কবিতা পাতায়' স্যারের স্মৃতি রেখে গেলাম।