শুধু আমার টাকা নেই বলে যে পারে সেই অপমান করে।
মাঠে, ঘাটে পথে প্রান্তরে যে যেখানে পারে
সে সেখানেই আমাকে অপমান করে।
শুধু আমার টাকা নেই বলে আমি
নিন্মবৃত্ত নামে পরিচিত সমাজের খাতায়।
প্রত্যেকটি মানুষের কাছে হয়েছি চরম ঘৃণার ফসল।
শুধু আমার টাকা নেই বলে
সময় আমার থেকে বহুদূরে সরে গিয়েছে।
ভালো সময় আমার ধার  ঘেঁষে না।
শুধু টাকা নেই বলে জীবনের প্রতিটি পর্যায়ে
অনন্ত লড়াই করে বাঁচতে হয়।
শুধু টাকা নেই বলে তিনে'র বদলে দু'বার ভাত খেতে হয়।
খিদে একটা চরম রোগে পরিণত হয়েছে।
শুধু টাকা নেই বলে কাউকে ভালোবাসা আমার নিষেধ।
শুধু আমার টাকা নেই বলে ............


শুধু আমার একটু টাকা নেই বলে ওরা আমাকে সঙ্গে নেই না।
শুধু আমার কাছে টাকা নেই বলে
কষ্ট আমার খুব কাছের বন্ধু হয়েছে।
শুধু আমার টাকা নেই বলে
মৃত্যু আমাকে ভালোবেসে মুক্তি'র সন্ধান দিতে চাই।
শুধু টাকা নেই বলে আমাদের আনন্দ করা বারণ।
শুধু টাকা নেই বলে আমি ওদের কাছে কৃপন নামে পরিচিত।
শুধু টাকা নেই বলে ভালোবাসা পালিয়ে গেছে মাথা উঁচু করে।
শুধু একটু টাকা নেই বলে........


হয়ত আমার টাকা নেই বলেই আমি জানি,
জীবনের আসল মানে।
আমার টাকা নেই বলেই বেঁচে আছে আমার মানবিকতা।
হয়ত আমার টাকা নেই বলেই
কলম আমাকে নিয়ে অক্ষর সাজাতে ভয় পায়।
হয়ত আমার টাকা নেই বলেই
আমি মুখোশহীন মানুষের মুখ স্পষ্ট দেখতে পাই।
হয়ত টাকা নেই বলেই
চোর আমার বাড়িতে চুরি করতে আসে না।
হয়ত টাকা নেই বলেই দুঃচিন্তা আমাকে ছুঁতে পারে না।
হয়ত টাকা নেই বলেই
আজও স্বাধীন ভাবে বাঁচার আনন্দ উপলব্ধি করতে পারি।
হয়ত আমার টাকা নেই বলেই ................