সময় আজ নিজের পথে, করছে আমায় তাড়া,
হার মানতে পারবো না, হব না আমি সর্বহারা।।
সময় আজ হাসছে দেখো, হাসছে দূরে ঐ যে কারা,
দুঃসময়ই আমাকে ঠেলেছে দূরে, হয়েছি ভিটেমাটি ছাড়া।।
তাই এসেছি গহন কাননে মধ্যরাতে, গগন জুড়ে জ্বলছে সন্ধ্যাতারা,
প্রকৃতি আজ আমায় দিচ্ছে সুখ, হয়েছি আমি পাগলপারা।।
ছেলেবেলায় কত দিয়েছি আড্ডা, সময় নষ্ট করেছি তখন মেলা,
তাই আজ সে নিচ্ছে প্রতিশোধ, খেলছে সে লীলাময় খেলা।।


ভাবো তুমি, তোমার চিরশত্রু, চিরপ্রতিদ্বন্দ্বী যদি হয় ঐ সময় ....
তবে মনে মনে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ হও, হারাবো সর্বদা আমি তোমায়।।


সময় তুমি ফিরিয়ে দাও আমায়, আমার ছেলেবেলার অতীতটাকে।
তুমি আর কোরো না বৃথা দেরী, বলছে সময়, ঐ অপেক্ষামান পথিককে।।
সময় আজ বলছে আমায়, ওঠো, জাগো নব তরুণ,
সমাজে আজ ফিরুক শান্ত, জ্বালাও তীব্র প্রতিবাদের আগুন।।
সময়ের কাজ সময়ে করো, স্বপ্নকে যাও ভুলে,
স্বপ্ন নিজেই সত্যি হবে, যদি না হারাও দুঃস্বপ্নের অতলে।।
একবার যে সময় চলে যায়, আর যায় নাকো তাকে ফিরে পাওয়া,
তাই আর সময় নষ্ট করো না, খেও না দাঁড়িয়ে খোলা মাঠের হাওয়া।।
সময় দেখো বলছে তোমায়, এগিয়ে যাও বন্ধু, আমার .....
নিজের এতটুকু উন্নতির জন্য, নিজেকে বোঝা সত্যি দরকার।।
তাহলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন করছ  বৃথা সময় অপচয়,
মন দিয়ে নিজ কাজে নিমগ্ন হও, অপেক্ষা করে আর লাভ নাই।।