মাঝে মাঝে আমি তোমাকেই খুঁজে পাই
হলুদে সবুজে মিশে যাওয়া রংবাহারি পাতায়
যেটা সদ্যস্নাত হয়েছে কয়েকটি বৃষ্টির ফোঁটায়
যেটা ঝরে যেতে চায় এক বসন্তের বিকেলবেলায়।


মাঝে মাঝে আমি তোমাকেই খুঁজে পাই
গোধূলি মাখানো রাখালের ক্লান্ত বাঁশির সুরে
যে সুর মিশে যায় সন্ধ্যার ধূসর কালো পথে
যে সুর ফিরে আসে বহুদূর থেকে আরও দূরে।


আমি তোমাকেই প্রতিদিন খুঁজে খুঁজে বেড়ায়
আমার প্রতিটি পুরানো বইয়ের পাতার ভাঁজে
যে ভাঁজ খুলে দিয়েছিলে তুমি, অনেক বছর আগে
কালো স্পষ্ট দাগ আছে এখনও দুটি পাতার মাঝে।


আমি আজও তোমাকেই মাঝে মাঝে খুঁজে বেড়াই
আমার মধ্য রাতের প্রতিটি অসম্পূর্ণ নিরব স্বপ্নে
যে স্বপ্ন শুধুই অসম্পূর্ণ মিষ্টি মুহুর্তে দিয়ে গাথা
যে স্বপ্ন নিজ কাছে লুকিয়ে রাখি ভীষণ সংগোপনে।


আমি তবুও বারবার তোমাকেই খুঁজে পাই
রামধনুময় আমার অসীম সাদা আঁকার খাতায়,
যে খাতা কয়েক মুহুর্ত আগে ঝরিয়েছে অল্প বৃষ্টি
যে খাতা রঙিন হতে চায়, তোমার ভালোবাসায়।