তোর জন্য হঠাৎ কবিতা লিখতে বসা
   আবার পরক্ষনেই কবিতার তেজ্যপুত্র রূপে
   আজ ও এখন কবিতার অনেক বাইরে;
পাঁচটি টাকার লোভে বারে বারে কবিতা বিচ্ছেদ।


তোর জন্য হঠাৎ করে বড়ো হওয়া
   মুখে খারাপ থেকে খারাপোত্তর কথা
   উত্তেজতার প্রেমে ঘন ঘন তোর ঠোঁটের স্বাদ,
                    আর লালায়িত দুটি জিভ।
আমি নিচে বসে কবিতা লিখি,
   তবে আরেকবার কবিতা বিচ্ছেদ;
জানালা-দরজা খোলা অন্ধকার ঘর
দুর্বোধ্য বর্ণাক্ষর, খাতা ও কলম
           একা পড়ে, তারা আমার অপেক্ষায়,
   আর আমি আমার প্রেমের সাথে।


তোর জন্য হঠাৎ করে বেঁচে ওঠা
আজ মৃতের শরীরে প্রাণ সঞ্চার
        শহর গর্জে ওঠে,
অসভ্য প্রেমীরা অবিরত নাচন দেখায়।
তোর জন্য হঠাৎ করে প্রেমে পড়া
      সেই সজ্ঞে নতুন জীবন গড়া
      কড়া ভাষায় চোখের জল,
  আর ঝড়া বৃষ্টিতে এক ছাতায়
সঙ্গে বৃষ্টি ও শহুরে কোলাহল,
তারপর তোর হাসির শব্দে
      ওরা হঠাৎ চমকে দাঁড়ায়।


তোর জন্য হঠাৎ করে গভীর অনুভব
  তোর কলমে তোরই কবিতা,
        আর একটি বিস্ময়
কবিতায় ক্ষুধার্ত শব্দ সব তবুও কবিতা ক্ষুধার্ত নয়!
       যাইহোক, তোর জন্য হঠাৎ একটি কবিতা।