আজ আমি অন্ধত্বের প্রতিনিধিত্ব করি
আজ আমি; পাপের প্রতিনিধিত্ব করি,
সংস্কৃতির সুগম পথ দিয়ে-
আজ আমি; অপসংস্কৃতির প্রতিনিধিত্ব করি,
আজ আমি মহাপুরুষ।
সরকারি দপ্তরে কাজ করি।
ঘুষ নয় ডোনেশান নিই;
পাপ নেই,
আমি তো সরকারের লোক।
আর তুমি, তুমি কি করো?
ওই বোকা পাগলের মত_
ছেড়া পাতায় ভাঙা শব্দ গড়ো!
আর ডায়েরি লেখো; পাগলের মতো
কি হবে? বই আজ ডাস্টবিনে জমে,
আর আমি সরকারি অফিসার;
আমার স্ত্রী,ছেলেরা সবাই
সরকারি চাকরি করে।
কেউ পাগলের মতো বাড়িতে; রাস্তায়
ডাস্টবিনে কিংবা নদীধারে_
ডায়েরি নিয়ে ঘোরে না,
আজ আমি সুখী।
আর তুমি খাওয়ার তাগিদে প্রকাশকদের
ঘরের দরজায় কড়া নাড়ো।
আর তারা আমায় সন্মান করে;
সাহেব বলে ডাকে।
আর তুমি সন্মান এর-ও কাঙ্গাল;
তুমি যা পাও তা আস্তাকুড়ে জমে।
এ টাকার সুখ বড়ো বিচিত্র,
আর পার্থিব মনের সুখ আজ অলীক।।