ওরা দুলছে, কোন ছন্দে
এই তপ্ত গ্রীষ্ম কিরণে।
ছন্দ তো আমি দেখিনি
তবু ওরা দুলছে মাতাল মনে।


দূরের ঐ দালানগুলি
ওরা দাঁড়িয়ে আছে ।
গায়ে-গায়ে প্রাচীরের ন্যায়
ওদের সজ্জায় ছন্দ কি আছে?


ওদের হৃদস্পন্দন আমাকে
থরথরিয়ে কাঁপিয়ে তোলে ।
দালান গুলো ও কি দুলছে -
তবে ওদের নৃত্য কোন ছন্দ তালে?


ঝাঁপসা হয়ে আসছে ওরা
চোখ দুটো জলে ভরে গেছে।
আমার কাঁঠাল পাতার নৃত্য
বুঝি ছন্দহীনতায় থেমে গেছে ।