আমি ক্লান্ত, পথের পানে চেয়ে
একমুঠো সোনা রঙা রোদ নিয়ে
ঘর্মাক্ত শরীরে জুড়াইতেছি প্রাণ,
কখন জানি আনমনে ভুলেছিলাম
বিভীষিকাময় লজ্জার গ্রাস আমি।
দুফোঁটা অশ্রু ঝরে পড়েছিল-
ঘামঝরা সেই ক্লান্ত মুখের উপর।
আরও লজ্জা রাঙা ক্লান্ত মুখ,
ক্লান্তি আমায় আজ রক্ষা করিল,
যেমন সেদিন বৃষ্টি, অঝোর ধারায়
এমনি দুফোঁটা অশ্রু ধুয়ে-মুছে, লজ্জা
নিবারিয়াছিল মলিন হাতের ছোঁয়ায়।
আমি ক্লান্ত, সন্ধ্যা সূর্যের রশ্মি-
কিরণ দিতেছে দিগন্ত বিলীনের সীমায়,
ওই বুঝি এতটুকু আশা-আশ্রয় ।
ওকে ধরে নিয়ে ছুটিতে চাহিতেছি -
আমি, জানিনা কতক্ষণ রহিবে সে ।
দীপ নিভে এলে আধারের বক্ষে -
ক্লান্ত আমি, আবার দিশাহীন
নতুন সূর্যের প্রতীক্ষায়।