ঘড়ি থেকে উৎরে যাচ্ছে কল্পিত
উন্মাদ ছবিতে টানছো অনিয়ম চৈতন্য
ঢেউনিবিরে পড়ে থাকা জাগ্রত
দুলছো প্রবল, বিনম্র দৃষ্টিমনে


চোখ মেলে দেখো সফেদ চিল
উড়ে যাওয়া সুকৌশল
আরোপিত ঠিকানার খুঁজে


নীল-শূণ্যতার দোহাই
পৃথিবীর তটে ক্লান্ত মানুষের পায়ের ছাপ
দাগ কাটছো মানবিক উত্থানের
উপাত্ত বাণিজ্য


অনন্ত কারো নাম নয়


পাড়ি দেয়া সমুদ্ররেখার পড়ে
গহীনতর অনিয়মে ভেঙ্গে পড়া
পাথরের প্রাসাদ; দেহবন্দী মানুষগুলো
সকলেই খুব একলা থাকে।।