ছ মাস পরে ফিরছি বেলুরডাঙা স্টেশন থেকে বাসে.
হঠাৎ ই বাসে দেখলাম
তোমার মত অবিকল এক মুখ।
যত উদ্ধত পুরুষের ঘুম ছুটান সেই চাউনি,
এক দশকের শহর শাসানো সেই নিখুঁত  হাসি।
গোলাপী ঠোঁট টাও ভিজে ভিজে,
হাতের ঐ ডকডকে নরম লাল আঙুল.
সেই ঘুঙুর, ঘুঙুর পরান হুবহু সেই দু পা ।
আলগা আঁচল হাল্কা ঢাকা খোলাবুক,
ব্লাউজের ফাঁকে একই নগ্নতা।
চিরপরিচিত দুই চোখ আমাকে দেখামাত্র স্থির তারপর শুধু চঞ্চল।
কপালেও সেই কাটা দাগ ছোট্টবেলা মেরেছিলাম কলসির কানা।
তবু তোমার থেকে একটার ই অমিল,
তার একজোড়া ভ্রু র মাঝে লালটিপ সিঁন্দুর সাজান কপাল ।
সেই হুবহু নারিটি তুমি কি করে হবে !
আমাদের ত বিয়ে এ মাসে ।।