মেঘের কানে বলে ছিলেম ,
বৃষ্টি তোমার সর্বনাশ!
অঝোর ধারায় কাঁদলে যখন,
উঠল ভেসে নীলাকাশ।


চাঁদের গায়ে লিখে দিলাম,
জোসনা মাখা ইতিহাস,
রবির আলোয় তুচ্ছ তুমি,
অমাবশ্যার ক্রীতদাস!


রূপের কাছে প্রশ্ন ছিল-
'জানো, গুণের কত রঙ?'
বয়েস ক্ষণিক বলল হেসে,
'মনের রূপের আবরণ।'


'আত্মকেন্দ্রিক' গভীর ধ্যানে
ভাবের ভবে অসহায়,
সর্বজনীন সর্ব জ্ঞানে
অকাতরে জ্ঞান বিলায়।


মেরিল্যান্ড মে ১০, ২০২৪