হর্ণের আঘাত কর্ণে লাগে
ত্যক্ত নানান বর্ণ,
রাস্তা-ঘাটে শব্দ দূষণ
যাচ্ছে ক্ষয়ে কর্ণ।


স্কুল-কলেজে-হাসপাতালে
নির্বাসনে নীরবতা,
আমার দেশের চালাক সবাই
অনুভূতির চেতন ভোঁতা।


কে শুনে ভাই কাহার কথা
ফেলছে ময়লা যথাতথা,
সরকার কিংবা জনগণের
মাথা আছে নেই যে ব্যথা।


সড়ক কিংবা জনপথে
মন্ত্রী-এমপি উল্টো পথে,
হর্ন বাজিয়ে ভুদাই সেজে
নিয়ম-নীতি উল্টোরথে।


আইন আছে তো প্রয়োগ ত্রুটি
এ তো ঝলসানো রুটি,
বিবেক-বোধের স্বাস্থ্যনীতি
যেন এক নড়বড়ে খুঁটি।


আসুন চেঁচাই, বিবেক জাগাই
সচেতনের মলম লাগাই,
স্বাথ্য ঝুঁকির হর্ণ বন্ধে
নির্বাসনে ভুদাই পাঠাই।

ফেব্রুয়ারি ০৬,২০১৯