যন্ত্রণার যন্ত্রটা কোথায় আমার জানা হয়নি।


সদ্য ভূমিষ্ঠ শিশুটি কোমলার স্বাদ আস্বাদনে
ডাস্টবিনের গন্ধ, অমসৃণতা যন্ত্রণা
তাকে ভালোবাসার পরশ বোলায়!


বিনোদনের নামে অশ্লিলতা
অশ্লীলতার নামে সস্তা সংস্কৃতি,
ভুলুন্ঠিত আমাদের দেশ, ঐতিহ্য
মূলধারার গান, রবীন্দ্র-নজরুল!
যন্ত্রণার কোপানলে বিদ্ধ বিবেকের
অসহায়ত্ব আমাকে আরও যন্ত্রণা দেয়!


রাজনীতির নামে ভন্ডামী
ভন্ডামীর নামে শোষণ,
শোষণের নামে, শোষিত শ্রেণীর আর্তনাদ,
যন্ত্রণায় কাঁদে কবির কলম
সংবাদপত্রের ছাপাখানা, পাঠকের মন।


ঘুষখোরদের পৈশাচিক উল্লাস,
টাকা-বাড়ি-গাড়ি-বউ
ঘুষদাতার শেষ ভিটেখানি
ক্ষয়ে ক্ষয়ে নিঃস্ব-ভারাক্রান্ত মুখ,
ক্রুশে বিদ্ধ যীশুর কষ্টের যন্ত্রণা
বেড়ে যায় বহুগুন!


ভালোর যেমন মন্দ আছে,
কবির হাতে কলমও আছে,
এই কলম একদিন দিবে যন্ত্রণা
অসুস্থ বিবেক আর যন্ত্রণাদাতাকে।


০৩/২৮/২০১৪