ঐ যে গ্রামের গরীব নারী
কাঁথা সেলাই করে,
বছর ধরে পঙ্গু স্বামী
আছেন শুয়ে ঘরে।


সকাল হলে পাতা কুড়ায়
উনুনে নেই হাড়ি,
ভাতের জন্য তিনটি শিশুর  
নিষ্পাপ মুখটি ভারী!


বুশার বাড়ি কাজ করে সে
পান্তা নিয়ে ফিরে,
অবুঝ শিশু কত্ত খুশি
ধরে মাকে ঘিরে।


পাচঁটি মুখে তৃপ্তির হাসি
কাল যে কি হবে?
নারী দিবস! নারী বন্ধু!
উত্তর পাব কবে?