বেইলী রোডের কাচ্চি খাবার
বাবার সাথে খাবো,
মা পড়েছে নীলাভ শাড়ি
সবাই মিলে যাবো।


সন্ধ্যে হলো, বাবার কোলে
রিক্সা থামে মোড়ে,
'কাচ্চি ভাই' খাবার ষ্টলে
দেখে ঘুরে ঘুরে।


খাবার এলো, খাবার হলো
ফিরে যাবার কালে,
নিয়ন আলোয়-তারার সাথে
আগুন কেন জ্বলে?


কালো ধোঁয়া চোখে-মুখে
নিঃশ্বাস হলো ভারী,
চির নিদ্রায় অচিন দেশে
হয়না ফেরা বাড়ি!


প্রশ্ন অনেক,জবাব কোথায়,
কারা বলবে সরি?
চাপা পড়বে-আরো ঘটবে,
তো! অপেক্ষা করি।