সওদা লয়ে ভবের হাটে বদ্ধ পদ্মাসন,
মিছে কেন অন্ধ তীরে তব আগমন,
ও মন দোয়ার খুলিয়া দেখ বারে
শুন্য হাতে দাঁড়ায়ে রহিছে যে জন।


লোভ-লালসার অতল গহবরে
তোমার পিরিতির বাগান খানি,
সঞ্চিত মায়া বাড়িয়াছে দেনা,
বাড়িছে দুখের সাগরের পানি।


সাঝের বেলায় দেখিবে কালো
আলো যাবে একা নির্বাসনে,
কুপির বাতির তেল ফুরাবে সেদিন
উপায় নাহি তার বীনে।


আরাধনালয়ে ভজিছে যেবা
দিবা-নিশি-সন্ধ্যা বেলা,
দিন থাকিতে মনা কর সঞ্চয়
করো নাকো মিছে অবহেলা।


০৯/০১/২০১৪