তুষার বজ্রপাতে শহরে-বন্দরে,
ঢেকে থাকা সুখ সাদা বস্ত্রের বিছানায়,
ঈশ্বরের নিক্ষেপিত মান্নার ঝরণা
বুভুক্ষু পেটে তাকিয়ে রয়।
কখন হবে সকাল হিমায়িত দেশে?
উনুনে ফোটছে জল ধূমায়িত ক্ষণে
পাতিলে রাখা মান্নার জড়তায়
আগুনে গলে যায় নিরাশার জলে।
১০/১৮/২০১৪