ফালগুনের উষ্ণতায় গোলাপের অবগাহনে সিক্ত মন;
চোখের পলকে মুগ্ধতার হাতছানি,
আড়ষ্ঠ হয়ে বসি তাজা গন্ধে,
হাত বাড়িয়ে কন্টকের ছোঁয়ায় অবসাদে ছেয়ে যায় মন।


পকেটে গরম ভাজা, তাজা তাজা নোটের মৌ মৌ গন্ধ!
মৌমাছিদের রোমাঞ্চিত মধু গুঞ্জনে
খসে পড়ে পোয়া পোয়া টাকার ফোয়ারা!
মৌমাছি যায় উড়ে নতুনের নীলয়ে,
আস্তাকূড়ে পকেটে জমে ধূলো!
অবসাদ জন্ম নেয় নির্লোভ মনে।


কল্পনার স্বপ্নরাজ্যে পদ্মপুকুরের জলে,
পদ্মপাতায় ভাসে মন, অজানার সনে,
অনভিজ্ঞ ক্ষণে, সাঁতার না জানা মন
ডুবে ডুবে পান করে ঘোলা জল!
ব্যর্থতায় ভরা পেটে জলটলমল।


ফাল্গুনের পূর্নিমার আলোয় সিঁথিতে দগ দগে সিঁদুর,
সাইকেলের টুং টাং শব্দে
ধূলো মেখে উড়ে যায় বিএমডব্লিও!
ধূলোতে জমে থাকা ব্যর্থতা,
কাশি আর হাঁচিতে কোমায় জমে থাকে
ভ্যালেন্টাইন যুগে যুগে।


০২/১২/২০১৫