(খেলা নিয়ে ভাবনা)


এ তো নয় রক্তক্ষয়ী যুদ্ধ, নয় প্রতি হিংসার আগুন;
নয় কোন দেশের কাঁটাতারের বেড়া উপড়ে ফেলার
এক খন্ড মিছিলের টায়ার পোড়ার ধুয়া!
তার পরও যুদ্ধ চলে!
যুদ্ধ চলে কথায়, যুদ্ধ চলে কাজে
যুদ্ধ চলে ভার্চুয়াল জগতের পরতে পরতে।
চলে বাকযুদ্ধ, চলে তর্ক-বিতর্ক, চলে আক্রমের বর্ষা!


একটা সময় বন্ধু হয়ে যায় শত্রু-
কি ছিলাম আর যাচ্ছি কোথায়, কেউ জানি না!
তবে কার জন্য এতো আয়োজনের রাজনীতি?


যে দেশের জন্য আজ এতো আয়োজন!
অথচ দেখো কি নিশ্চিন্তে ঘুমের ঘরে।
অবুঝ মানুষের অবেগের বানে পদ্মা হয় উত্তাল
গঙ্গার জল হয় লাল!!


আজ যুদ্ধ হবে, তবে দেশে দেশে নয়,
একেবারে মৈত্রীর বন্ধনের খেলা,
এই খেলায় জিতি বা হারি দুঃখ নেই,
দুই দেশের অটুক বন্ধন আর ভালোবাসার জয়,
হবে হবে নিশ্চয়।


০৩/১৯/২০১৫