গর্জে উঠা লাল-সবুজে, দীপ্ত সেনানী;
চোখে আগুন, জ্বলছে দ্বিগুন চেতনে,
হিংস্র থাবায় রক্ত ঝরা এই বনানী,
জয়ের নেশা, স্বাধীনতা তব মননে।
রক্তে রাঙ্গা পদ্মা-মেঘনা জমে মোহনা;
ঢেউয়ে তালে ফুসলে উঠা কনিকায়,
জয় বাংলার প্রতিধ্বনি মুক্ত সীমানা
ছুটছি সবে এক পথের ঠিকানায়।।


রক্তচোষা পাকিসেনা খাচ্ছে পুরো দেশ;
জ্বলছে আগুন, জ্বলছে মনে অঙ্গনে,
ভাবে ওরা স্বপ্ন তব পুড়ে গলে শেষ!
স্বাধীনতার হবেই জন্ম রনাঙ্গনে।
সবুজ ভূমে লাল সূর্য, এই তো বেশ,
বিশ্ব জয়ে আগামীর পথে বাংলাদেশ।।


০৩/২৫/২০১৫