সকালের ঘুমে ছিল এক পশলা রোদ।


দুপুরের তপ্ত রোদে চৈত্রের ভালোবাসায়
ঘর্মাক্ত দেহে ঝরে কষ্টের ঝর্ণা ধারা
চৌচির মাটিতে স্পর্শের পূর্বেই
মুছে নেয় যৈবতীর শাড়ির আঁচল!
চলন বিলের সোনালী ভালোবাসা,
শান্ত জলে খেলা করে অসমাপ্ত কবিতা
ডুবু ডুবু ডিঙি নৌকার পাটাতনে।


খয়ের গাছের মগ ডালের কোলে
কাকের বাসায় রোজ কোকিলের ডাক!
স্তব্ধ বাকহীন ভালোবাসার মায়াজালে
উষ্ণ পরশে বেড়ে ওঠা নির্বাক প্রেম
স্বর্গের বাগানে ফোটায় ভ্রূণহীন ফুল।
ঈশ্বর বুঝেন, মৈয়ালের খাঁটি মধু!


মাইডালের কাদামাখা হাতে
ছিল মাছ? নাকি নির্ভেজাল কর্দমাক্ত
একমুঠো ভালোবাসা!


পটমেক নদীর ধারে বিকেল আসে;
বুক পকেটে চেরী ফুলের গ্রান,
সোনালী কেশের কার্লা বুঝেনা বাংলা
লাতিন ভাষার গহীন অরণ্যে
প্রশ্নটা রয়েই গেল!


আশীষ, তুই চিরকাল বোকাই রয়ে গেলি!


-সিলভার স্প্রিং
জুলাই ১২,২০২৩