শান্তির মাতা গেছে মারা
শান্তি বলে কবে?
যেদিন তুমি স্বর্গ ফেলে
যুক্ত নরক ভবে!


কোথায় স্বর্গ? কোথায় নরক?
শান্তি বলে হেসে,
প্রশ্ন শুনে শান্তির বাবা
যাচ্ছে শুধু কেশে।


ভাইয়ে কাইজ্জা-বইনে কাইজ্জা
কাইজ্জা ঘরে ঘরে,
কাইজ্জা-কাইজ্জি দেখে খোদার
আকাশ ভেঙে পড়ে।


খোদা ব্যাডা স্বর্গ দ্বারে
বিশেষ সভা ডেকে,
"কেন চলে আসলে তুমি?"
বলেন শান্তির মাকে।


অশ্রু চোখে শান্তির মাতা
বলেন, 'জাহাপনা',
'আমি ছিলাম নির্যাতিতা'
আহার ছিল মানা!


সভা শেষে বললে সবে
'কেয়ামত হোক শুরু',
পশু হবে মানব জাতি
মানব হবে গরু।